Dyd Job Circular 2022 । যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি


jubo unnayan job circular 2022

যুবউন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ন অস্থায়ীভিত্তিতে জনবল নিয়ােগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিতছকে আবেদন আহবান করা যাচ্ছে । 

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ 2022

Dyd  Job Circular 2022 :- যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২  এর শূন্য পদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যুবউন্নয়ন অধিদপ্তর নিয়োগ ২০২২  এর ০৩ টি পদের জন্য ১২৭ জনকে নিয়োগ দেবে ।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

 এই সকল পদ / উক্ত পদগুলোতে বাংলাদেশের নারি ও পুরুষ উভয় আবেদন করিতে পারিবেন । তাই আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ লোকেরা আবেদন করিতে পারিবেন । যদি  আপনার আগ্রহ ও যোগ্যতা থাকিলে আপনিও উক্ত পদগুলোতে আবেদন করিতে পারিবে । 


যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


পদের নাম : সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ( পূর্ব পদ নামঃ সুপার ভাইজার ) ।

পদের সংখ্যা :  ৩৭ টি ।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান ডিগ্রি ।

বেতনঃ- ১২৫০০ – ৩০২৩০ টাকা ।

 


পদের নাম : ক্যাশিয়ার ।

পদের সংখ্যা:   ৮৭ জন ।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান ডিগ্রি ।

বেতনঃ- ৯৩০০ – ২২৪৯০ টাকা ।

 

 যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022


পদের নাম : গাড়ি চালক ।

পদের সংখ্যা:  ০৩ জন্ ।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেনী ।

বেতনঃ- ৯৭০০ – ২৩৪৯০ টাকা ।

 

 

আবেদন পদ্ধতি :  http://dyd.teletalk.com.bd

 

আবেদন শুরুর সময়ঃ ১৫ জুন ২০২২ তারিখ ।,

আবেদন শেষ সময়ঃ ০৫ জুলাই ২০২২ তারিখ 

 

লিখিত ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযােগ্য সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ:

(i)        শিক্ষাগত যােগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র;

(ii)       (ii) অভিজ্ঞতা সনদ (প্রযােজ্য ক্ষেত্রে);

(iii)    (iii) সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র

(iv)      (iv) স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(v)         

(vi)      (v) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;

 

(vii)    (vi) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

 

(viii)  (vii) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধাগণের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধাগণের পুত্রকন্যার পুত্রকন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধা সনদপত্র;

 jubo unnayan job 2022

(ix)       (viii) আবেদনকারী বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার সন্তান এবং বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার নাতি নাতনী এই মর্মে সম্পর্ক উল্লেখক্রমে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তাসংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রত্যয়নপত্র;

 

(x)        (ix) শারীরিক প্রতিবন্ধী এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃকপ্রদত্ত সনদপত্র;

 

(xi)      (x) ক্ষুদ্র নৃগােষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

 

(xii)    (xi) আনসার ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্তসনদপত্র; এবং

 

(xiii)  (xii)) নির্দিষ্ট কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপ্রমাণপত্র; ০৬. বাংলাদেশের নাগরিক নন এমন কারাে সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন

করার যােগ্য বিবেচিত হবেন না; সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবীসহ সিল থাকতে হবে সরকারি সকল বিধিবিধান কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে। গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে প্রকার টিএ/ডিএ দেয়া হবে না অসত্যত্রুটিপূর্ণ,অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য যে কোনাে পর্যায়ে অসত্যত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ ভুয়া জাল/মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্তনির্বাচন/নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির

বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২. বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd পাওয়া যাবে। ১৩. লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, সময় অন্যান্য তথ্য www.dyd.gov.bd এবং

 

apply now

 

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন…….


 

১৪. অনলাইন আবেদনফরম পূরণ দাখিল করার নিয়মাবলি

() আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে পিয়ে আবেদনপত্র পূরণ করতে

হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online- আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় ১৫/০৬/২০২২, সকাল

১০:০০ টা। ii. Online- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় ০৫/০৭/২০২২, বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।।

Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈঘ্য ৩০০ pixelxপ্রস্থ ৩০০ pixel) স্বাক্ষর (দৈঘ্য ৩০০ pixel xপ্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানেUpload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। Online পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী Online পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মােখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলি পরীক্ষার ফি প্রদান: Online- আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা/ঘােলা ) বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিন ছবি, নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলােড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে User ID দেয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিমােক্তভাবে (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযােগ্য) মােট ১১২• (এক শত বারাে) টাকা [পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। www.prebd.com

প্রথম SMS: DYD<space>UserID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DYD ABCDEF Reply: Applicant’s Name, Tk. 112. will be charged as application fee, Your PIN is XXXXXXXXXX. To pay fee Type DYD <Space>YES<Space>PIN and send to 16222


দ্বিতীয় SMS: DYD<space>YES<space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।


Example : DYD YES 123456789


Reply: Congratulations Applicant’s Name, payment completed

successfully for DYD Recruitment Application for XXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) বিশেষভাবে উল্লেখ্য, Online- আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমানা দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *