বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Navy Job Circular
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Navy Job Circular 2022 :-বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর শূন্য পদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । নৌবাহিনী নিয়োগ ২০২২ এর ০৩ টি পদের জন্য ০৪ জনকে নিয়োগ দেবে ।
উক্ত পদগুলোতে বাংলাদেশের নারি ও পুরুষ উভয় আবেদন করিতে পারিবেন । আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ লোকেরা আবেদন করিতে পারিবেন । আপনার আগ্রহ ও যোগ্যতা থাকিলে আপনিও উক্ত পদগুলোতে আবেদন করিতে পারিবে ।
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
০৬জুন ২০১২ ১/ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এর যানবাহন শখ, মৎস্য ঘের ও ডেইরি ফার্মেসম্পূর্ণরূপে অস্থায়ীভিত্তিতে (দৈনিক ভিত্তিক নিম্নবর্ণিত পদে জনবল নিয়ােগ করা হবে ।
নৌবাহিনী নিয়োগ ২০২২
পদের নাম : গাড়ি চালক । ( ভারি ) ।
পদের সংখ্যা : ০২ জন ।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেনী ।
পদের নাম : অভিজ্ঞ মাছ চাষী ।
পদের সংখ্যা: ০১ জন ।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেনী ।
পদের নাম : রাখালা কাম শ্রেমিক ।
পদের সংখ্যা : ০১ জন্ ।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেনী ।
আবেদনপদ্ধতিঃ–
আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌ বাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম খুশিলির ওয়েবসাইট www.khulnashipyard.com অথবা সরাসরি হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে। খ। বর্ণিত ক নং পদের জন্য টাকা ২০০/- (দুইশত) “খুলনা শিপইয়ার্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ফান্ড, খুলনা” এর অনুকুলে সােনালী ব্যাংকের যে কোন শাখা হতে অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফট/ পে–অর্ডারসহ আবেদন করতে হবে। এছাড়া খ ও গ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ৫০/- (পঞ্চাশ) নগদ (হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশনে) জমা করতঃ ক্যাশ মেমাে গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে।
আবেদন শুরুর সময়ঃ ২০ জুন ২০২২ তারিখ ।
অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন…….
শর্তাবলী
ক। আগ্রহী প্রার্থীগণকেখুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ডলিমিটেড, বাংলাদেশ নৌ বাহিনী, খুলনাবরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম খুশিলির ওয়েবসাইট www.khulnashipyard.com অথবাসরাসরি হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে।
খ। বর্ণিত কনং পদের জন্য টাকা ২০০/- (দুইশত) “খুলনা শিপইয়ার্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ফান্ড, খুলনা” এর অনুকুলে সােনালীব্যাংকের যে কোন শাখাহতে অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফট/ পে–অর্ডারসহ আবেদনকরতে হবে। এছাড়া খ ও গনং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা৫০/- (পঞ্চাশ) নগদ (হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশনে) জমা করতঃ ক্যাশমেমাে গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে।
গ। আবেদন পত্রেরসাথে সকল শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয় পত্র, জাতীয়তা/ নাগরিক সনদপত্র ও অভিজ্ঞতার পি) এবং সদ্য তােলা রঙ্গিন পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি দাখিল করতে হবে। (মৌখিক সাক্ষাৎকার এর সময় সকলপ্রকার শিক্ষাগত যােগ্যতার মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে।
ঘ । বর্ণিত পদেরজন্য প্রার্থীর আবেদনপত্র অবশ্যই আগামী ২০ জুন ২০২২তারিখ রােজ সােমবার বিকাল ১৭০০ ঘটিকার মধ্যেহিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ পৌছাতে হবে।ব্যবহারিক ও মােখিক পরীক্ষারতারিখ পরবর্তীতে চিঠি/ মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে। বয়সেরক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
তবে মুক্তিযােদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগা। চা বেতন প্রতিষ্ঠানেরকাঠামাে অনুযায়ী (আলােচনা সাপেক্ষ) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, কর্মদক্ষতা সন্তোষজনক হলে হাল্পভিত্তিতেনিয়ােগের সুযােগ রয়েচ্ছে।
এছাড়াও প্রতি বছর ফেস্টিভাল/ ইনসেনটিভ বােনাস, নববর্ষ ভাতাসহ অন্যান্য ভান্সও ক্ষেত্র বিশেষ খুশিলির অভ্যন্তরে বসবাসের সুযােগ রয়েছে। ছ। পরীক্ষায় অংশগ্রহণেরজন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
অসম্পূর্ণ/ ক্রটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণথাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ/যেকোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না।
দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।
শিল্পিরব্যাপারে কোন অসৎ ব্যক্তির সহিত আর্থিক সুযােগ করে প্রতারিত হবেন না।
মধুকামনামান। ম্যানেজার (এ্যাডমিন) হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর